Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 মৎস্য আইন মেনে চলুন মাছের উৎপাদন বৃদ্ধি করুন। আফ্রিকান মাগুর মাছের পোনা উৎপাদন ও চাষ থেকে বিরত থাকুন। চায়না দুয়ারী/ম্যাজিক জাল ও কারেন্ট জাল কে না বলুন।


সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক কর্মকান্ড সমূহ

১। আইন বাস্তবায়ন

ক) বসুন্দিয়া কাটাখালে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জাল আটক করা হয় এবং তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়- ১৯ জুলাই ২০২৩

খ) যশোর পৌর এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী যশোর বড় বাজারে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় ৫০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন এবং ৩ জন অবৈধ কারেন্ট জাল বিক্রেতাকে ভ্রাম্যমান আদালত ২০০০/- টাকা জরিমানা করেন।– ২৭ আগস্ট, ২০২৩

গ) যশোর জেলার সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা পালপাড়া সংলগ্ন চিত্রা নদীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী অবৈধ বাঁধ/পাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।– ৩০ আগস্ট, ২০২৩

ঘ) যশোরের মণিহারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপদ্রব পুশকৃত চিংড়ি পাওয়ায় ২ টি প্রতিষ্ঠানকে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, যশোর সদর, যশোর- রিপন কুমার ঘোষ ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা ও ৬০,০০০/- (ষাট হাজার) টাকা (সর্বমোট= ৯৫,০০০/- পঁচানব্বই হাজার টাকা) জরিমানা করেন। পুশকৃত ৩৫০ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে ও মাটিতে পুতে বিনষ্ট করা হয়।– ৩১ আগস্ট, ২০২৩

২। পোনা মাছ অবমুক্তকরণ

১৭ আগস্ট, ২০২৩ যশোর জেলার সদর উপজেলার ১৪ টি জলাশয়ে ৫০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

৩। মাঠ পরিদর্শন

৪। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন

(২৪-৩০ জুলাই, ২০২৩)