Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 মৎস্য আইন মেনে চলুন মাছের উৎপাদন বৃদ্ধি করুন। আফ্রিকান মাগুর মাছের পোনা উৎপাদন ও চাষ থেকে বিরত থাকুন। চায়না দুয়ারী/ম্যাজিক জাল ও কারেন্ট জাল কে না বলুন।


সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক কর্মকান্ড সমূহ (২০২৪-২৫)

১। আইন বাস্তবায়ন:

ক) যশোর জেলার অন্তর্গত যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা গ্রাম থেকে পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর (বিদেশী মাগুর) এর ১,০০,০০০ (এক লক্ষ) পোনা সহ একজন আফ্রিকান মাগুর পোনা পরিবহনকারীকে কে ভ্রাম্যমান আদালত "মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০" অনুযায়ী ৩০০০/- (তিন হাজার) টাকা জরিমানা করেন। নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুরের ১,০০,০০০ (এক লক্ষ) পোনা (আনুমানিক ২০০ কেজি) জব্দ করে রোটেনন প্রয়োগে মেরে ধ্বংস করা হয়। - ০১ জুলাই, ২০২৪ খ্রি.

খ) যশোর জেলার অন্তর্গত যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা গ্রামে জনৈক ৪ জন চাষির ৪ টি পুকুর ও একটি হাপায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর (বিদেশী মাগুর) এর প্রায় ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) পোনা (আনুমানিক ৬০০ কেজি) জব্দ করে রোটেনন প্রয়োগে মেরে ধ্বংস করে মাটিতে পুতে রাখা হয়। - ০৪ জুলাই ২০২৪ খ্রি.

গ) যশোর জেলার যশোর সদর উপজেলা অন্তর্গত কচুয়া ইউনিয়নের মাথাভাঙা বাজারের পাশ্ববর্তী কৈখালী বাওড়ে (ভৈরব নদীর মরা অংশ) অভিযান চালিয়ে ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক করা হয় এবং উপস্থিত জনতার সম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।। - ০৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.

ঘ) যশোর জেলার সদর উপজেলার মুড়লিতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অপদ্রব পুশকৃত চিংড়ি পরিবহণকালে ১ টি প্রতিষ্ঠানকে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, যশোর সদর, যশোর- রিপন কুমার ঘোষ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন। পুশকৃত ১১৫০ কেজি (৬৪ কার্টুন) চিংড়ি পিষে ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সহযোগিতায়- র‍্যাব-৬, যশোর। - ০৬ অক্টোবর, ২০২৪ খ্রি.

ঙ) যশোর জেলার সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁনপাড়া গ্রামের পাশ্ববর্তী দাইতলা খাল থেকে ১5 টি অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে চাঁনপাড়া ফাঁড়ির পুলিশ ও উপস্থিত জনতার উপস্থিতিতে অগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। - ১৮ নভেম্বর, ২০২৪ খ্রি.

চ) যশোর জেলার সদর উপজেলার মণিহার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অপদ্রব/ভেজাল পুশকৃত চিংড়ি পরিবহণকালে ১ টি প্রতিষ্ঠানকে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, যশোর সদর, যশোর- রিপন কুমার ঘোষ ৩৫,৫০০/- (পঁয়ত্রিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা করেন। পুশকৃত ১৫০ কেজি (১১ কার্টুন) চিংড়ি পিষে ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সহযোগিতায়- সিপিসি-৩, র‍্যাব-৬, যশোর। - ০৬ জানুয়ারি, ২০২৫ খ্রি.

ছ) যশোর জেলার সদর উপজেলার ইছালি ইউনিয়নের মনোহরপুর খালে অভিযান চালিয়ে খাল থেকে ৩ টি অবৈধ আড়াআড়ি বাঁধ/পাটা/বানা উচ্ছেদ করা হয় । এ সময় ইছালি ক্যাম্প পুলিশ সহায়তা করেন। - ০৬ মার্চ, ২০২৫ খ্রি.

জ) যশোর জেলার সদর উপজেলার ইছালি ইউনিয়নের শুড়া ব্রিজ সংলগ্ন চিত্রা নদীতে অভিযান চালিয়ে নদী থেকে ২ টি অবৈধ ভেসাল জাল (Fixed Engin) উচ্ছেদ করা হয় এবং ৪০ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে অগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। - ১১ মার্চ, ২০২৫ খ্রি.

ঝ) যশোর জেলার সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলা ব্রিজ ও স্লুইসগেট সংলগ্ন খালে অভিযান চালিয়ে ২ টি অবৈধ ভেসাল জাল (Fixed Engin) উচ্ছেদ করা হয়। - ১৮ মার্চ, ২০২৫ খ্রি.

ঞ) যশোর জেলার যশোর সদর উপজেলা অন্তর্গত বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল গ্রামের কাটাখালে (ভৈরব নদীর মরা অংশ) অভিযান চালিয়ে ১৫০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক করা হয় এবং উপস্থিত জনতার সম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। - ১৭ মে, ২০২৫ খ্রি.

ট) যশোর জেলার সদর উপজেলার বকচরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপদ্রব পুশকৃত চিংড়ি পাওয়া যায় এবং মোবাইল কোর্টে ১ টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা । পুশকৃত ৭৫ কেজি চিংড়ি পিষে বিনষ্ট করা হয়। সহযোগিতায়- বিজিবি-৪৯ ব্যাটেলিয়ন, যশোর। - ১৪ এপ্রিল, ২০২৫ খ্রি.

ঠ) যশোর জেলার সদর উপজেলার আরবপুর ইউনিয়নের দূর্গাপুর (কুয়েতপাড়া) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক জন চাষীর ৮০ শতাংশের একটি পুকুরে আফ্রিকান মাগুর পাওয়া যায় এবং মোবাইল কোর্টে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা করা হয় । পুকুরে জাল টেনে ৩১৩০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয় এবং ১৩ টি এতিমখানায়, ১ টি শিশু সংশোধনাগার ও ৩০ টি দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। - ২৯ জুন, ২০২৫ খ্রি.


২। বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ (ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প):

১০ জন সুফলভোগীর মাঝে ১০ টি এআইজিএ উপকরণ হিসাবে ১০ টি ভ্যান বিতরণ করা হয়।- ২৯ এপ্রিল, ২০২৫ খ্রি.


৩। বিল নার্সারি স্থাপন কার্যক্রম:

ক) ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প:

হামিদপুর বাওড়ে বিল নার্সারি স্থাপন করা হয়েছে।

খ) রাজস্ব:

১. বুকভরা বাওড়ে বিল নার্সারি স্থাপন করা হয়েছে।

২. কায়েতখালী বাওড়ে বিল নার্সারি স্থাপন করা হয়েছে।


৪। প্রশিক্ষণ:

ক) ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প:

-যশোর জেলার সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে "ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর অংশ)" এর আওতায় ৩ দিন ব্যাপী “মৎস্যসম্পদ সংরক্ষণের গুরুত্ব ও মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা” বিষয়ক ২০ জন সুফলভোগীদের অনাবাসিক প্রশিক্ষণ। ২৪ মে-২৬ মে, ২০২৫ খ্রি.

-যশোর জেলার সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে "ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর অংশ)" এর আওতায় ৩ দিন ব্যাপী বিকল্প কর্মসংস্থানের উপকরণ সহায়তাপ্রাপ্ত ২০ জন সুফলভোগীদের প্রশিক্ষণ। ২৭ মে-২৯ মে, ২০২৫ খ্রি.

খ) রাজস্ব:

২০২৪-২৫ অর্থ বছরে প্রতি ব্যাচে ২০ জন করে বিভিন্ন বিষয়ে মোট ৬ ব্যাচে ১২০ জন মৎস্যচাষী/ সুফলভোগীকে ১ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


৫। মৎস্য অভয়াশ্রম মেরামত কার্যক্রম:

ক) ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প:

কাটাখাল, দোলনঘাটা, ঘুনি, বসুন্দিয়া মৎস্য অভয়াশ্রমটি মেরামত করা হয়েছে।

খ) রাজস্ব:

-বুকভরা বাওড় মৎস্য অভয়াশ্রম, চান্দুটিয়া, দেয়াড়া, যশোর সদর মৎস্য অভয়াশ্রমটি মেরামত করা হয়েছে।

-হামিদপুর বাওড় মৎস্য অভয়াশ্রম, হামিদপুর, ফতেপুর, যশোর সদর মৎস্য অভয়াশ্রমটি মেরামত করা হয়েছে।


৬। পোনা মাছ অবমুক্তকরণ:

ক) ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প:

-যশোর জেলার সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের কাটাখালে ৭ টি অংশে, হামিদপুর বাওড় ও শর্শুণাদহ বাওড়ে ২০২৪-২৫ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় ১৬৬৭ কেজি গুণগতমানসম্পন্ন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।– ১৫ অক্টোবর, ২০২৪ খ্রি.

-যশোর জেলার সদর উপজেলায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় যশোর জেলার যশোর সদর উপজেলার উপপ্রকল্প এলাকায় নির্বাচিত ০৮ (আট) টি জলাশয়ে মোট ১৬৬৭ (এক হাজার ছয়শত সাতষট্টি) কেজি ১০-১৫ সেঃমিঃ আকারের গুণগত মানসম্পন্ন, সুস্থ্য-সবল জীবন্ত কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। - ০৩ জুন, ২০২৫ খ্রি.

খ) রাজস্ব:

১৭ টি প্রতিষ্ঠান/ জলমহাল/ প্লাবনভূমি তে ৫৬০ কেজি ১০-১৫ সেঃমিঃ আকারের গুণগত মানসম্পন্ন, সুস্থ্য-সবল জীবন্ত কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। - ২৮ আগস্ট, ২০২৪ খ্রি.


৭। মাঠ দিবস বাস্তবায়ন:

ক) যশোর জেলার যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে "ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর অংশ)" এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে "বানিয়ারগাতি মৎস্যচাষী সিবিজি" দলের সদস্য জনাব বদির উজ্জামান এর পুকুরে ২০২৩-২৪ অর্থবছরে স্থাপিত কার্প জাতীয় মাছের মিশ্র চাষ প্রদর্শনীর ফলাফল প্রদর্শন ও মাঠ দিবস আয়োজন করা হয়।- ২৭ নভেম্বর, ২০২৪ খ্রি.

খ) যশোর জেলার যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে "ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর অংশ)" এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে "লেবুতলা মৎস্যচাষী সিবিজি" দলের সদস্য জনাব নিশির ঘোষ এর পুকুরে ২০২৩-২৪ অর্থবছরে স্থাপিত কৈ মাছের একক চাষ প্রদর্শনীর ফলাফল প্রদর্শন ও মাঠ দিবস আয়োজন করা হয়।– ০৭ অক্টোবর, ২০২৪ খ্রি.

গ) যশোর জেলার যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে "ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর অংশ)" এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে "হামিদপুর মৎস্যচাষী সিবিজি" দলের সদস্য জনাব সুমন কুমার ঘোষ এর পুকুরে স্থাপিত পাঙ্গাস মাছের চাষ প্রদর্শনীর ফলাফল প্রদর্শন ও মাঠ দিবস আয়োজন করা হয়। - ১৯ জুন, ২০২৫ খ্রি.


৮। মাঠ পরিদর্শন:


৯। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন:

(৩০ জুলাই, ২০২৪)


১০। স্টাইরোফোম বক্স বিতরণ:

৩০ জন সুফলভোগীর মাঝে ৩০ টি স্টাইরোফোম বক্স বিতরণ করা হয়। - ২৮ মে, ২০২৫ খ্রি.


১১। প্রদর্শনী স্থাপন:

ক) রাজস্ব খাতের আওতায় ১ টি দেশীয় প্রজাতির মাছের প্রদর্শনী স্থাপন করা হয়েছে।

খ) "ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর অংশ)" এর আওতায় প্রকল্প এলাকায় ২০২৪-২৫ অর্থ বছরে ২৪ টি জলবায়ু সহনশীল প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা হয়েছে।